আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দৌড়ে হয়তো আরও একধাপ এগিয়ে গেলেন অজিঙ্ক রাহানে। তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হবে নাইট ম্যানেজমেন্ট। রাহানের বিধ্বংসী ইনিংসে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুম্বই। শুক্রবার বেঙ্গালুরুতে বারোদার বিরুদ্ধে ৫৬ বলে ঝোড়ো ৯৮ রান করেন অভিজ্ঞ তারকা। প্রতিনিয়ত নিজেকে নতুন করে চেনাচ্ছেন মুম্বইয়ের ক্রিকেটার। বারোদার ১৫৯ রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই জিতে যায় মুম্বই। দারুণ ফর্মে আছেন রাহানে। টুর্নামেন্টে এটা তাঁর পঞ্চম অর্ধশতরান। কিন্তু আরও একবার অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। মাত্র দু'রান দূরে থামেন রাহানে। ১৭তম ওভারের শেষ বলে ৯৮ রানে আউট হন। চিন্নাস্বামী স্টেডিয়াম দেখে রাহানে শো। বিধ্বংসী মেজাজে ব্যাট করেন তিনি। বারোদার কোনও বোলারকেই রেয়াত করেননি। মারকুটে ইনিংসে রয়েছে ৫টি ছয়, ১১টি চার। স্ট্রাইক রেট ১৭৫।
এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফির আট ম্যাচে রাহানের রান ৯৮, ৮৪, ৯৫, ২২, ৬৮, ৫২ এবং ১৩। একটি ম্যাচে ব্যাট করেননি। মোট ৩৬৬ রান। চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রান মুম্বইয়ের ক্রিকেটারের। তাঁর এই ম্যাচ জেতানো ইনিংসের কথা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর। তাঁর ছবির ক্যাপশনে লেখা হয়, 'অজিঙ্ক রাহানের রুটিন, খাওয়া, ঘুমোনো, বড় রান করা, আবার রিপিট।' নাইটদের অন্য একটি পোস্টে লেখা হয়েছে, 'কিছু ৯০ শতরানের সমতুল্য।' বোঝাই যাচ্ছে, রাহানের এই ফর্ম দেখে উল্লসিত তাঁরা।
আইপিএলের মেগা নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন রাহানে। তারপর বেস প্রাইজ দেড় কোটিতেই তাঁকে কেনে কেকেআর। অনেকেই হয়তো তখন প্রশ্ন তুলেছিল। যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন অভিজ্ঞ তারকা। এমন ফার্মের ভিত্তিতে নেতৃত্বের দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়েছেন রাহানে। আগামী আইএসএলে কেকেআরের অধিনায়ক হিসেবে ভাসছে ভেঙ্কটেশ আইয়ারের নাম। তাঁকে বিশাল অঙ্কে নেওয়ায় তাঁকেই নাইটদের নেতা হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করতে পারেন রাহানে। তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন তিনি। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজ জেতে টিম ইন্ডিয়া। সুতরাং, সবাইকে টেক্কা দিয়ে শেষপর্যন্ত অধিনায়কের দৌড়ে এগিয়ে গেলে অবাক হওয়ার থাকবে না।
