আজকাল ওয়েবডেস্ক: ভারতের হেডস্যর গৌতম গম্ভীর জমানায় সমস্যাটা ঠিক কোন জায়গায়?
অজিঙ্ক রাহানে তুলে ধরলেন সমস্যার জায়গা। নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারের পরে 'গেল গেল' রব উঠেছে।
সবাই ধরেই নিয়েছিলেন এই নিউজিল্যান্ড আসলে শক্তিহীন এক দল। নিউজিল্যান্ডের 'এ' বা 'বি' দল। সেই দলের বিরুদ্ধে ভারত ৩-০-এ সিরিজ জিতবে। কিন্তু বাস্তবে দেখা গেল সেই নিউজিল্যান্ড ভারতকে ১-২-এ সিরিজ হারিয়ে গেল।
আর তার পরই অজিঙ্ক রাহানে ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ''এবার কড়া প্রশ্নের মোকাবিলা করতে হবে। শেষ ন'টি ম্যাচের মধ্যে ভারত পাঁচটিতেই হেরেছে। আর এর পিছনে কারণ একটাই, অতিরিক্ত পরিবর্তন।''
রাহানের সংযোজন, ''বিশ্বকাপের কথা মাথায় রেখে নামছ তোমরা। খেলোয়াড়রাও নিরাপত্তা চায়, সেই সঙ্গে চায় ম্যানেজমেন্টের তরফ থেকে স্বচ্ছতা। নির্দিষ্ট ক্রিকেটারদের যদি এই ফরম্যাটে খেলানো হয়, তাহলেও স্বচ্ছতা থাকা দরকার। স্পষ্ট করে বলার দরকার রয়েছে।''
ভারতীয় দলের হেডস্যর হওয়ার পরে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে। আর তার ফলেই সংশয় তৈরি হয়েছে। কোন দিকে এগোচ্ছে ভারতীয় দল তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
তবে ফলাফল ভাল হতে পারে বলেই মনে করেন রাহানে। আর তার জন্য দরকার ভাল যোগাযোগ এবং স্থিতিশীলতা। রাহানে বলছেন, ''কঠিন প্রশ্ন এবার উড়ে আসবে। এটাই স্বাভাবিক ব্যাপার।'' ভারতীয় ক্রিকেটের প্রতি নজর সবার। ভক্তরা প্রতিটি স্টেডিয়াম ভর্তি করেন ভারতের ম্যাচের জন্য। সেখানে ভক্তদের সামনে হার তাঁদেরও করে তোলে হতাশ। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন রাহানে।
রাহানে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম কন্ডিশনে খেলেছিল ভারত। কিন্তু সেই কন্ডিশনের সুবিধা নিতে পারেনি। রাহানে বলছেন, ''ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা, বিশেষ করে এই নিউজিল্যান্ড হয়তো নিউজিল্যান্ড এ বা বি দল। সব খেলোয়াড়দের প্রতি সম্মান রেখেই বলছি। প্রত্যাশা ছিল ভারত হয়তো ৩-০-এ হারাবে। উল্টে নিজেরাই হেরে বসে থাকল।''
তবে রাহানে মনে করেন ওয়ানডে থেকে বিশ্রাম তাদের ফলাফল এনে দিতে পারবে। ২০২৬ সালের জুলাইয়ের আগে ওয়ানডে নেই ভারতের। আর যে সময় হাতে পাওয়া যাচ্ছে, সেই সময়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। রাহানে বলছেন, ''প্রশেসটাকে মেনে চলতে হবে। কোন কোন খেলোয়াড়দের ফেরাতে চাইছ, সেই সব নিয়ে চিন্তাভাবনা করতে হবে। হাতে এখনও সময় রয়েছে।''
রাহানে তাঁর পরামর্শ দিলেন ঠিকই, কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট কি তা মেনে চলবে?
