আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন বাইচুং ভুটিয়া। যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন তিনি। ফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। যার ঘোরতর বিরোধিতা করেন ফেডারেশনের সভাপতি। পাল্টা দাবি করেন, কোনও দুর্নীতি থাকলে, সেটা প্রকাশ্যে আসতই। কল্যাণ চৌবে বলেন, 'কোনও দুর্নীতি থাকলে সেটা প্রকাশ্যে চলে আসত। এই মন্তব্যগুলো ৩-৪ জন করেছে, যারা আমার দলের বিরুদ্ধে নির্বাচনে হেরেছে, বা যারা এআইএফএফের অঙ্গ ছিল। আমাকে এবং আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। আমি শুধুই সত্যিটা বলি। ও দেশের অন্যতম সেরা স্ট্রাইকার। ও ফেডারেশনের পরামর্শদাতা ছিল। মাসিক ১.৫ লক্ষ টাকা পেত। ১৩ মাসে ১১টা কার্যকরী কমিটির বৈঠক হয়েছে। ও নিজেই তো ছিল দুর্নীতি রোখার জন্য। দুর্নীতি হয়ে থাকলে সেই নিয়ে প্রশ্ন করতে পারত, বন্ধ করার চেষ্টা করতে পারত।'
কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বাইচুং বলেছিলেন, 'ভারতীয় ফুটবলের স্বার্থে কল্যাণ চৌবের পদত্যাগ করা উচিত।' এর জবাবে বাইচুং ভুটিয়ার স্কুল নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। আবেগ নিয়ে খেলার অভিযোগ তোলেন ফেডারেশনের সভাপতি। কল্যাণ চৌবে বলেন, 'নিজের নামে একটা লাভজনক ফুটবল স্কুল চালায়। গোটা দেশে এরকম ২০টা স্কুল আছে। অনূর্ধ্ব-১৭ আই লিগে ওর দলের পারফরম্যান্সের খবর রাখি। মিনার্ভা অ্যাকাডেমির কাছে ৩১-০ গোলে হারে।' বাইচুংয়ের স্কুলের একাধিক খারাপ পারফরম্যান্সের উল্লেখ করেন তিনি। দাবি করেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পরিবারগুলোর আবেগের সঙ্গে খেলছেন বাইচুং।
