আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপের দিনক্ষণ আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বরের মধ্যে হবে টুর্নামেন্ট। এবার সুপার কাপ আয়োজনের প্রস্তুতিতে নেমে পড়ল ফেডারেশন। আইএসএলে খেলা প্রত্যেক ক্লাবকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ১১ সেপ্টেম্বরের মধ্যে আইএসএলের সব দলকে সুপার কাপে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিল এআইএফএফ। এখনও প্রতিযোগিতার ভেন্যু জানানো হয়নি। ফেডারেশন চাইছে, আইএসএলের প্রত্যেক ক্লাব সুপার কাপে অংশ নিক। তাঁদের যোগদান নিশ্চিত করলেই, টুর্নামেন্টের ফরম্যাট, সূচি জানিয়ে দেওয়া হবে। শোনা গিয়েছিল, ভুবনেশ্বরে হতে পারে সুপার কাপ। কিন্তু এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। নির্দিষ্ট একটি স্থানে নাও হতে পারে টুর্নামেন্ট। বিভিন্ন পর্বে সুপার কাপ আয়োজন করতে চাইছে ফেডারেশন। 

সুপার কাপ দিয়ে এবার ভারতীয় ফুটবল মরশুম শুরু হতে চলেছে। সাধারণত গত কয়েক বছরে আইএসএলের পরে আয়োজিত হত সুপার কাপ। কিন্তু এবার মরশুমের প্রথম টুর্নামেন্ট সুপার কাপ। কয়েকদিন আগে আইএসএলের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। জানানো হয়েছিল, ৭-১০ দিনের মধ্যে আবার বৈঠক ডাকা হবে। সুপার কাপের তারিখ, ফরম্যাট এবং রূপরেখা নির্ধারিত হবে সেই মিটিংয়ে। কিন্তু এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে সুপার কাপের ঘোষণার পাশাপাশি ফেডারেশন সচিব কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএল হবেই। ভারতীয় ফুটবলের যা অবস্থা তাতে ডিসেম্বরের আগে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা নেই। 

আইএসএলের জন্য টেন্ডার ডাকতে পারবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগের সপ্তাহে এই রায় জানায় সুপ্রিম কোর্ট। গোটা প্রক্রিয়ার পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন শীর্ষ আদালতের প্রাক্তন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও। প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়ার জন্য, তিনি চাইলে পেশাদার সদস্য নিয়োগ করতে পারেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে, ফেডারেশনই মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকবে। এই প্রক্রিয়ায় পর্যবেক্ষণে থাকবে প্রাক্তন বিচারপতির কমিটি। তাঁদের সঙ্গে আলোচনা করেই টেন্ডার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে এআইএফএফকে। ভারতীয় ফুটবলকে আবার সঠিক জায়গায় ফেরাতে সহযোগিতায় আশ্বাস দেয় এফএসডিএল। আগের দিন ফেডারেশনের নির্বাচনের উল্লেখ করা হয়েছিল। সংবিধান বদলের পর নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও এই বিষয়ে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। আদৌ শেষপর্যন্ত নির্বাচন হবে কিনা, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটিই থাকবে না নতুন কমিটি আসবে, সেই নিয়ে কোনও রায় জানাননি শীর্ষ আদালত।