আজকাল ওয়েবডেস্ক: ইগর স্টিমাচের পর ভারতীয় ফুটবল দলের কোচ কে হবেন তা নিয়ে জল্পনা চলছিলই। শনিবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। ভারতের ফুটবল দলের নতুন কোচের নাম জানিয়ে দিল ফেডারেশন। নতুন কোচ হতে চলেছেন মানেলো মার্কেজ। বর্তমানে আইএসএলে খেলা এফসি গোয়ার কোচের পদে রয়েছেন মানেলো।
ক্লাবের সঙ্গে সঙ্গে এবার তিনি দেশের হয়েও কোচিং করাবেন বলে জানা গিয়েছে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, মানেলো মার্কেজ যাতে ক্লাব এবং দেশের হয়ে সমান ভাবে কোচিং করাতে পারেন সেই দায়িত্ব নেবে ফেডারেশন। প্রথমে ঠিক ছিল বর্তমানে একজন ভারতীয় কোচকে নিয়োগ করা হবে যিনি কোচিং করাবেন। পরে বিদেশী কোচ নিয়োগ করা হবে অথবা ভারতীয় কোচের মেয়াদ বাড়ানো হবে। কিন্তু নিয়োগ করা হল একজন বিদেশী কোচকেই।
মানেলো মার্কেজের ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় দলের নতুন কোচ জানিয়েছেন, ভারত আমার কাছে বাড়ির মত। ভারতীয় সমর্থককে খুশি করা আমার প্রধান কাজ। আমি এফসি গোয়ার কাছেও কৃতজ্ঞ। তাঁরা আমায় ক্লাবের পাশাপাশি দেশকেও কোচিং করানোর অনুমতি দিয়েছেন। আমি আমার সেরাটা দিয়ে কাজ করব।
?ref_src=twsrc%5Etfw">July 20, 2024
ক্লাবের সঙ্গে সঙ্গে এবার তিনি দেশের হয়েও কোচিং করাবেন বলে জানা গিয়েছে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, মানেলো মার্কেজ যাতে ক্লাব এবং দেশের হয়ে সমান ভাবে কোচিং করাতে পারেন সেই দায়িত্ব নেবে ফেডারেশন। প্রথমে ঠিক ছিল বর্তমানে একজন ভারতীয় কোচকে নিয়োগ করা হবে যিনি কোচিং করাবেন। পরে বিদেশী কোচ নিয়োগ করা হবে অথবা ভারতীয় কোচের মেয়াদ বাড়ানো হবে। কিন্তু নিয়োগ করা হল একজন বিদেশী কোচকেই।
মানেলো মার্কেজের ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় দলের নতুন কোচ জানিয়েছেন, ভারত আমার কাছে বাড়ির মত। ভারতীয় সমর্থককে খুশি করা আমার প্রধান কাজ। আমি এফসি গোয়ার কাছেও কৃতজ্ঞ। তাঁরা আমায় ক্লাবের পাশাপাশি দেশকেও কোচিং করানোর অনুমতি দিয়েছেন। আমি আমার সেরাটা দিয়ে কাজ করব।
Manolo Marquez appointed head coach of Senior Men’s National Team!
— Indian Football Team (@IndianFootball)
Read full details here ???????? https://t.co/iUUMAwB8vk#IndianFootball ⚽️ pic.twitter.com/Ni9beyul8BTweet by @IndianFootball
