আজকাল ওয়েবডেস্ক: ২০৩০ সালের কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। কমনওয়েলথ স্পোর্ট একজিকিউটিভ বোর্ড আজ বুধবার ঘোষণা করল কমনওয়েলথ গেমস ২০৩০-এর আয়োজক শহর আহমেদাবাদ।
২০১০ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতে। দিল্লি ছিল আয়োজক শহর। তার পর ২০ বছর পরে ফের কমনওয়েলথ গেমস ভারতে ফিরছে। ২০১০ সালে খেলাধুলো ছাপিয়ে শিরোনামে এসেছিল অব্যবস্থা এবং আর্থিক দুর্নীতি। অ্যাথলিটস্ ভিলেজ, স্টেডিয়াম–সহ একাধিক পরিকাঠামো তৈরিতে অনেক দেরি হয়, বাজেট বেড়ে যায়, নেহরু স্টেডিয়ামে ফুটব্রিজ ভাঙায় অনেক শ্রমিক আহত হন। এ সব দেখে অনেক খেলোয়াড় নাম তুলে নিয়েছিলেন। এর পাশাপাশি বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল সে বার। আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। স্কটল্যান্ড, কানাডার মতো দেশ অব্যবস্থা দেখে দেরিতে ক্রীড়াবিদদের পাঠিয়েছিল। আর তাই খুব সাবধানে ২০৩০ সালের জন্য পা ফেলতে চাইছে ভারত।
আরও পড়ুন: ভারত-শ্রীলঙ্কায় হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছাড়পত্র পেল নেপাল ও ওমান ...
কেন্দ্রীয় সরকারের অনুমতি আগেই পাওয়া গিয়েছিল। আজ কমনওয়েলথ স্পোর্ট একজিকিউটিভ বোর্ড ঘোষণা করে দিল ভারতের নাম। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে আগেই আগ্রহ দেখিয়েছিল ভারত। কানাডা আগেই নাম তুলে নেওয়ায় ভারতের সম্ভাবনা বেড়ে গিয়েছিল। লড়াই ছিল নাইজেরিয়ার সঙ্গে। আয়োজনের প্রস্তাব দিতে পারে দক্ষিণ আফ্রিকা, এমন একটা সম্ভাবনা ছিল।
কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল বলেছিলেন, ''২০৩০ সালে কমনওয়েলথ গেমস হবে পূর্ণাঙ্গ মাপের। আমরা যে খেলাধুলোয় ভাল সেগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে যাতে পদকের সংখ্যা অনেকটাই বাড়ে।’' এটা ঘটনা, ২০২৬ সালের গ্লাসগো গেমসে হকি, ব্যাডমিন্টন, কুস্তি এবং শুটিংয়ের মতো ইভেন্ট নেই, যেগুলো থেকে ভারত নিয়মিত পদক জিতেছে। রাজপাল আরও যোগ করেছেন, ‘'তিন ধরনের খেলা থাকে। প্রথমত, কমনওয়েলথ গেমসের মূল খেলা যা প্রতি বারই হয়। দ্বিতীয় ভাগে থাকে আয়োজক দেশের পছন্দের খেলা এবং তৃতীয় ভাগে অতিরিক্ত খেলা। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসে ঐতিহ্যশালী এবং স্বদেশি খেলাধুলো রাখব আমরা। শুটিং, তিরন্দাজি, কুস্তি, কবাডি, খো খো–র মতো খেলা থাকবে।’'
কমনওয়েলথ স্পোর্টসের গেমস ডিরেক্টর ডারেন হল সম্প্রতি আমেদাবাদে এসে পরিকাঠামো দেখেছেন এবং গুজরাট সরকারের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। এদিকে, ২০৩৬ সালের অলিম্পিক্সও আয়োজন করতে চায় ভারত। সেটাও গুজরাটের আমেদাবাদে। ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে দেখা করেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রতিনিধিরা। সরকারি ভাবে আবেদন করা হয়েছে। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ২০৩২ সালের অলিম্পিক্স হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তার পরের অলিম্পিক্স নিজেদের দেশে করতে চায় ভারত। সেই চেষ্টাই চলছে।
আরও পড়ুন: 'ক্রিকেটার না হলে ব্যবসায়ী হতাম, প্রচুর টাকার মালিক হতাম', অবসরের বড় ইঙ্গিত দিলেন সূর্য
