আজকাল ওয়েবডেস্ক: দু'দিন পর শুরু ভারত-ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। তার আগে হঠাৎই লন্ডনে হাজির সূর্যকুমার যাদব। না, ভারতের টি-২০ অধিনায়কের সঙ্গে টেস্টের কোনও সম্পর্ক নেই। স্পোর্টস হার্নিয়ার চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছেন সূর্য। যার ফলে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। শুভমন গিলরা যখন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন, এই বিরতিকে কাজে লাগিয়ে পুরোপুরি ফিট হয়ে যেতে চান ভারতের একনম্বর টি-২০ ব্যাটার। পরের সপ্তাহে তাঁর চিকিৎসা শুরু হবে। আগস্টের মধ্যে মাঠে ফিরতে পারবেন।
সূর্যর চিকিৎসা নিয়ে কিছু জানায়নি বিসিসিআই। তবে জানা গিয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে প্রায় দু'মাস লেগে যাবে। আগস্ট পর্যন্ত ভারতীয় দলের কোনও টি-২০ টুর্নামেন্ট নেই। তাই এই ব্রেক কাজে লাগাতে চান সূর্য। তারপর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। তারপর অস্ট্রেলিয়া সফর। টি-২০ সাইকেল শুরু হওয়ার আগে নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলতে চান সূর্য। আইপিএলে দারুণ ছন্দে ছিলেন। ১৬ ম্যাচে ৭১৭ রান করেন। গড় ৬৫.১৮। স্ট্রাইক রেট ১৬৭.৯। দেশের জার্সিতেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান।
