আজকাল ওয়েবডেস্ক: টি২০ থেকে আগেই অবসর নিয়েছেন। টেস্ট থেকেও বিদায় নিলেন সম্প্রতি। এবার কী একদিনের আন্তর্জাতিক থেকে অবসরের পালা দুই কিংবদন্তি বিরাট ও রোহিতের? জল্পনা তুঙ্গে ভারতীয় ক্রিকেটে।
দুই ক্রিকেটারেরই ইচ্ছা ২০২৭ বিশ্বকাপ খেলে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন। কিন্তু অতদিন খেলতে পারবেন কি? সময় দেবে বিসিসিআই?
এখনও পাক্কা দু’বছর দেরি ওয়ানডে বিশ্বকাপের। দুই তারকা শেষ খেলেছিলেন দেশের হয়ে গত ফেব্রুয়ারি–মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর শুরু হয়ে যায় আইপিএল। দুই তারকাই আইপিএল চলাকালীনই আচমকা টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ভারতের আবার ওয়ানডে সিরিজ রয়েছে আগস্টে। এদিকে, দেশের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে মনে করছেন, দুই ক্রিকেটারের পক্ষে শুধুমাত্র ওয়ানডের জন্য প্রস্তুতি নেওয়া বেশ কঠিন। শরীর তো একটা বিষয় অবশ্যই। তাছাড়া লম্বা বিরতি একটা আলস্য এনে দেয়। কুম্বলের কথায়, ‘এখন শুধু ওয়ানডের প্রস্তুতি নেওয়া। কাজটা সহজ নয়। কারণ এত ঘন ঘন সিরিজ আর বিরাট–রোহিতরা পাবে না। এর ফলে একটা আলস্যভাব চলে আসবে। ফিটনেস তো একটা কারণ বটেই।’
যদিও কুম্বলের দাবি, এই দুই ক্রিকেটার যতদিন খেলবেন ততদিন আনন্দ পাবে দর্শকরা। কারণ দু’জনেই চ্যাম্পিয়ন ক্রিকেটার। এরপরই কুম্বলে জানিয়ে দিয়েছেন, ‘সম্ভবত ২০২৭ বিশ্বকাপ জিতেই ক্রিকেটকে পুরো বিদায় জানানোর পরিকল্পনা বিরাট–রোহিতের। আর এটা হলে তা দারুণ হবে।’
কিন্তু এত সময় পাবেন কি দুই ক্রিকেটার!
