আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলস্টোনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রোহিত শর্মা। নতুন রেকর্ডের জন্য তাঁর প্রয়োজন মাত্র ৪১ রান। তাহলেই চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের গণ্ডি পেরিয়ে যাবেন হিটম্যান। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের ক্লাবের সদস্য হবেন। ৫০৩ ম্যাচে রোহিতের রান ১৯,৯৫৯। গড় ৪২.৪৬। রয়েছে ৫০টি শতরান এবং ১১০টি অর্ধশতরান। ৬৭ টেস্টে তাঁর রান ৪৩০১। একদিনের আন্তর্জাতিকে ১১,৪২৭ রান। টি-২০ তে তাঁর রান ৪২৩১। আর মাত্র ৪১ রান করলেই শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের এলিট ক্লাবে প্রবেশ করবেন হিটম্যান।
এই তালিকায় সবার ওপরে শচীন। ৩৪,৩৫৭ রান মাস্টার ব্লাস্টারের। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। তাঁর রান ২৭,৬৭৩। তিন নম্বরে রাহুল দ্রাবিড়। তাঁর সংগ্রহ ২৪,০৬৪ রান। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। বর্তমানে শুধু একদিনের আন্তর্জাতিক খেলেন। চলতি বছর একদিনের ক্রিকেটে ছন্দে আছেন। ১২ ম্যাচে ৫৬১ রান করেন। গড় ৫১.০০। রয়েছে দুটো শতরান, এবং তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ অপরাজিত ১২১। দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলবেন রোহিত। দুটো ফরম্যাট থেকে অবসর নিলেও ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিকতা অব্যাহত রাখেন। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের মধ্যে রয়েছে একটি শতরান এবং অর্ধশতরান। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই মোমেন্টাম ধরে রাখেন। ৫১ বলে ৫৭ রান করেন। ধোনির শহরে নতুন রেকর্ডও করেন। শহিদ আফ্রিদিকে টপকে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়ের মালিক হন হিটম্যান। এর আগে ৩৫১টি ছক্কা হাঁকান পাকিস্তানের অলরাউন্ডার। সেই রেকর্ড পেরোতে চারটে ওভার বাউন্ডারির প্রয়োজন ছিল। ৩৫২টি ছক্কা মেরে বর্তমানে 'কিং অফ সিক্সেস' রোহিত। মাত্র ২৬৯ ইনিংসে এই নজির গড়েন। যা আফ্রিদির থেকে প্রায় ১০০ ম্যাচ কম।
