আজকাল ওয়েবডেস্ক:‌ গ্যারি কারস্টেনের পর জেসন গিলেসপি। পাকিস্তানের কোচের পদ ছাড়লেন এই প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার। এক মাস আগেই পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার। এবার টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন গিলেসপি।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তানের দুই টেস্টের সিরিজ। তার আগেই দায়িত্ব ছাড়লেন গিলেসপি। এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


সূত্রের খবর, গিলেসপির সঙ্গে একাধিক বিষয় নিয়ে পিসিবির মতপার্থক্য তৈরি হয়েছিল। যা চরম জায়গায় পৌঁছায় যখন গিলেসপি শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে অস্বীকার করেন। এরপরই দায়িত্ব ছেড়ে দেন গিলেসপি। এরপর পিসিবি সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও অন্তর্বর্তী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিয়োগ করেছে দেশের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদকে।


পিসিবির তরফে বলা হয়েছে, ‘‌জেসন গিলেসপি পদত্যাগ করায় লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তী কোচ করা হয়েছে আকিব জাভেদকে।’‌ জানা গেছে, পিসিবির সঙ্গে গিলেসপির সমস্যার সূত্রপাত লাল বলের ক্রিকেটে হাই পারফরম্যান্স কোচ হিসেবে টিম নিয়েলসনের মেয়াদ না বাড়ানো নিয়ে। এমনকী এই সিদ্ধান্ত নাকি গিলেসপির সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে। এরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন গিলেসপি। 


গ্যারি কারস্টেনও পিসিবির সঙ্গে মতপার্থক্যের জেরেই দায়িত্ব ছেড়েছিলেন। এবার ছাড়লেন গিলেসপি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোলের মধ্যেই এই ঘটনায় আরও চাপে পড়ল পিসিবি।