আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনা ঘটে গেল আফগানিস্তান ক্রিকেটে। দু’বছরের কন্যাকে হারালেন আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই।সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ দিয়েছেন আফগান জাতীয় দলের এক ক্রিকেটার।
এটা ঘটনা, পারিবারিক দুর্ঘটনার কথা জাজাই নিজেই কাউকে জানাননি। বিষয়টি জানাজানি হতেই অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছরের আফগান ব্যাটারকে।
ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এটা ঘটনা, ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচ এবং ৪৫টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলে জায়গা পাননি তিনি।
এক ওভারে ছয় ছক্কা মেরে তিনি স্যর গ্যারি সোবার্স, যুবরাজ সিং, ক্রিস গেইল, হার্সেল গিবস, রবি শাস্ত্রীর সঙ্গে এক আসনে জায়গা করে নিয়েছিলেন। সেই জাজাইয়ের কন্যাসন্তান মারা যাওয়ার পর আফগান দলের এক ক্রিকেটার করিম জানাত বলেছেন, ‘অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। জাজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’
এটা ঘটনা ২০১৮ সালে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন জাজাই।
