আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজে মাত্র তিনটে টেস্টে খেলবেন যশপ্রীত বুমরা। পুরো আইপিএল খেলার পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য চলতি সিরিজে তারকা পেসারের জন্য মাত্র তিনটে টেস্ট বরাদ্দ করা হয়েছে। সিরিজ শুরুর আগেই এই সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেয় টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। কিন্তু গম্ভীরদের এই সিদ্ধান্ত মানতে পারছেন না এবি ডি'ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক মনে করছেন, কম গুরুত্বপূর্ণ সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া যেত। তিনি অধিনায়ক থাকাকালীন এইভাবেই ডেল স্টেইনের ওয়ার্কলোড সামলেছিলেন। ডি'ভিলিয়ার্স বলেন, 'এই মুহূর্তে সব ফরম্যাটে বুমরা বিশ্বের সেরা বোলার। তাই ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। তবে আমার মতে, টেস্ট ক্রিকেটের সেরা ফরম্যাট। আমার মনে হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ওর সবকটা ম্যাচে খেলা উচিত ছিল।' 

ডেল স্টেইনের প্রসঙ্গ টেনে আনেন এবি। জানান, এমন পরিস্থিতির সম্মুখীন তিনি আগে হয়েছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। ডি'ভিলিয়ার্স বলেন, 'ডেল স্টেইনের ক্ষেত্রে আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হত। কম গুরুত্বপূর্ণ টি-২০ সিরিজ এবং একদিনের সিরিজে ওকে বিশ্রাম দেওয়া হত। যাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে সব ম্যাচ খেলতে পারে। তাই আমি জানি না ভারতীয় ম্যানেজমেন্ট কেন এমন সিদ্ধান্ত নিল। হয়ত সদ্য চোট থেকে ফিরেছে বলে। আইপিএলকে হয়ত ওয়ার্ম আপ হিসেবে নিয়েছে। হয়ত ওর সার্জন বলেছে, পাঁচটা ম্যাচ খেলা যাবে না। টিম ইন্ডিয়াকেই এই বিষয়টা ম্যানেজ করতে হবে।' কারণ যাই হোক না কেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন ডি'ভিলিয়ার্স।