আজকাল ওয়েবডেস্ক: মহাকাব্যিক প্রত্যাবর্তনের জন্য মঞ্চ তৈরি। আবার বাইশ গজে ফিরছেন এবি ডি'ভিলিয়ার্স। তাঁর সঙ্গে ফিরছেন ক্রিস মরিস এবং হাশিম আমলা। ২০২৫ লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দেখা যাবে এই ত্রয়ীকে। তাঁদের প্রত্যাবর্তন দেখার জন্য মুখিয়ে বিশ্বক্রিকেট। এছাড়াও তালিকায় আরও চেনা পরিচিত নাম রয়েছে। আছেন অ্যালবি মরকেল, ওয়েন পার্নেল, হার্দাস ভিলজোয়েন, এবং অ্যারন প্যানগিসো। দলে অভিজ্ঞতা এবং পাওয়ারের মিশ্রন‌। 

আবার মাঠে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ডি'ভিলিয়ার্স। তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার থেকে ভাল আর কিছু হতে পারে না। লিজেন্ডসদের গ্রুপের সঙ্গে ফ্যানদের সামনে খেলার সুযোগ পাওয়া স্পেশাল। আমরা শুধু টুর্নামেন্টে অংশ নিতে আসিনি। লড়াই করে জেতার জন্য এসেছি।' ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অনুমোদনে চলে লিগ। এই টি-২০ লিগ একটি প্রিমিয়ার টুর্নামেন্ট যেখানে প্রাক্তন তারকারা অংশ নেয়। তারমধ্যে থাকে ক্রিকেটের আইকনরা। ফেরে নস্টালজিয়া। প্রতিনিয়ত কিংবদন্তিরা বাইশ গজে নতুন স্মৃতি তৈরি করে।