আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় দলে থাকবেন কিনা নিশ্চিত নন কেউই। নিশ্চিত নন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সও

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার পরই এমন এক অনিশ্চয়তা তৈরি হয়েছেঅজি সফরে রোহিত শর্মার হাত থেকে ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। পরিবর্তে শুভমান গিলকে টেস্টের পাশাপাশি ওয়ানডে দলের ক্যাপ্টেন করা হয়েছে। তার পরই বিরাট ও রোহিতকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। ২০২৭ বিশ্বকাপে আদৌ এই দুই মহারথী খেলবেন কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই তালিকায় রয়েছেন এবিডি

আরও পড়ুন: গম্ভীরের ইয়েসম্যান এই ক্রিকেটার, তাই তিনি বাদ যান না, স্থায়ী সদস্য হিসেবে থেকে যান ...

তিনি বলেছেন, ''ওয়ানডে দলে ওরা জায়গা পেয়েছে। আমার মনে হয়, এই কারণেই ওরা টিম ইন্ডিয়ার হয়ে আরও একটা বিশ্বকাপ খেলার জন্য অপেক্ষা করছে। এটা হবে কিনা আমি জানি না। ফর্মের উপর নির্ভরশীল নাকি ওরা যথেষ্ট ক্রিকেট খেলছে? ২০২৭ সালে ওখানে পৌঁছতে ওদের অনেক কিছু করতে হবে। এখনও অনেক দূর। অনেক ক্রিকেট খেলতে হবে এবং ফর্ম ধরে রাখতে হবে। ওদের রান করতে হবে এবং নির্বাচকদের এভাবেই বার্তা দিতে পারে ওরাওরা যত বড় কিংবদন্তিই হোক না কেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি আমার দলে আসবেন এবং আমি ওদের খেলাব, ওরা কোথায় ছিল বা কী করছে তা না দেখেই''

এবি ডিভিলিয়ার্স আরও বলেন, ''পরবর্তী বিশ্বকাপে ওরা খেলবে কিনা সেই ব্যাপারে গ্যারান্টি নেই। শুভমান গিলকে ক্যাপ্টেন করে সেই বার্তাই দেোয়া হয়েছে হয়তো। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্বকাপের দলে রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়''

২০২৭ বিশ্বকাপের জন্য বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পরামর্শ দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। কিংবদন্তি সুনীল গাভাসকর ভারতের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য পরামর্শ দিয়ে বলছেন, ''এই দু'জন বিজয় হাজারে ট্রফিতে খেলুক। যদি কোনও আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের সঙ্গে সূচি না মেলে তাহলে ওরা বিজয় হাজারে ট্রফিতেই খেলুক। এটাই একমাত্র উপায় নিজেকে ফিট রাখা ও ম্যাচ প্র্যাকটিসের জন্য।''

রোহিতের নেতৃত্ব যে টলমল তা বোঝাই গিয়েছিল। অনেকেই দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার সেটাই হল। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক

ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন না থাকলেও দলে জায়গা পেয়েছেন মুম্বইকর। বিরাট কোহলিও দলে জায়গা পেয়েছেন। তবে নেতৃত্ব হিটম্যানের হাতে না থাকায় আশঙ্কা করা হচ্ছে, জাতীয় দলের দরজাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তাঁর জন্য।

আরও পড়ুন: গত এক মাসে চারবার, কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই বিশ্বকাপে পাকিস্তান বধ সেরে ফেললেন ভারতের লক্ষ্মীরা