আজকাল ওয়েবডেস্ক: ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে কুস্তি লড়তে ব্যস্ত তারকা পেসার অর্শদীপ সিং। শুধু অর্শদীপ নন, আকাশদীপও দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কুস্তি লড়ছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকেই এই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মর্কেলের কুস্তির প্যাঁচে কুপোকাৎ অর্শদীপ। এই বাঁ হাতি বোলারকে বলতে শোনা গিয়েছে, ''মর্নি বলেছিল, তোমাদের সেশন হয়ে গেলেই আমি শেষ মুভ দেব। তোমাকে কাত করব মোক্ষম প্যাঁচে। তার পরে আর কোনও প্র্যাকটিস আর হবে না।''
সেই কথামতোই মর্নি মর্কেলের প্যাঁচে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা অর্শদীপের। তিনি আরও বলেন, ''দিন শেষ করার নতুন ফন্দি বের করেছে মর্নি। আজ সেটাই করে দেখাল।''
???????????? ????????????! ????♂️
— BCCI (@BCCI)
Why are Arshdeep Singh, Akash Deep & Morne Morkel wrestling in the nets ????????#TeamIndia | #ENGvIND | @arshdeepsinghh | @mornemorkel65 pic.twitter.com/HG7RS0U3teTweet by @BCCI
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ভারত হেরে গিয়েছে। দ্বিতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া।
