আজকাল ওয়েবডেস্ক:‌ অনামী উমর নাজির মিরের বলে কেঁপে গেলেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিবম দুবেরা। জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে বৃহস্পতিবার শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে রনজির গ্রুপ লিগের ম্যাচ খেলতে নেমেছে মুম্বই। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই। ওপেন করতে নামেন রোহিত ও যশস্বী। কিন্তু কেউই রান পাননি। রোহিত করেন ৩। যশস্বী ৫। মাত্র ৫০ রানের ভিতরেই ৭ উইকেট পড়ে যায় মুম্বইয়ের। যার নেপথ্যে জম্মু–কাশ্মীরের ৩১ বছরের পেসার উমর নাজির মির।


গতি ও বাউন্স দিয়েই মুম্বই ব্যাটারদের ঘায়েল করেন মির। শর্ট পিচ ডেলিভারিতে মির ফেরান রোহিতকে। রাহানেকে করেন বোল্ড। দুবে হন ক্যাচ আউট।
ভারতীয় ক্রিকেটে অনামী হলেও জম্মু–কাশ্মীরের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম মির। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক। এখনও অবধি ৫৭ ম্যাচে নিয়েছেন ১৩৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে নিয়েছেন ৫৪ উইকেট। টি২০ ক্রিকেটে নিয়েছেন ৩২ উইকেট।


৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘদেহী পেসার পুলওয়ামা জেলার বাসিন্দা। ২০১৮–১৯ দেওধর ট্রফিতে ভারত ‘‌সি’‌ দলে ছিলেন মির। 


সেই মিরই কাঁপিয়ে দিলেন রোহিতদের।