আজকাল ওয়েবডেস্ক: একটুর জন্য হাতছাড়া হল উসেইন বোল্টের রেকর্ড। ১০০ মিটার রেস মাত্র ১০.২ সেকেন্ডে শেষ করেন ১৬ বছরের স্প্রিন্টার গাউট গাউট। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অ্যালেটিক্স চ্যাম্পিয়নশিপে এই কীর্তি স্থাপন করেন কিশোর অ্যাথলিট। যা দেখে অবাক গোটা বিশ্ব। অস্ট্রেলিয়ার বাসিন্দা হলেও তিনি সুদানিজ। প্রথম ৪০ মিটার বাকি প্রতিযোগীদের সঙ্গে একই লাইনে ছিলেন। কিন্তু শেষ করার সময় দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে তাঁর পার্থক্য ছিল ১০ গজ। বাকি ৬০ মিনিটের বিদ্যুৎ গতিতে দৌড়ন গাউট। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই সবাই অবাক। তাঁর সঙ্গে উসেইন বোল্টের তুলনা শুরু হয়ে যায়। একজন জানান, ২০০ মিটার মাত্র ২০.৬৯ সেকেন্ডে অতিক্রম করেছেন ১৬ বছরের এই স্প্রিন্টার। আরেকজন লেখেন, তিনি বোল্টকে মনে করিয়ে দিচ্ছেন। একজন মজার ছলে বলেন, হয়তো ও ব্রেক ফেল করেছে। 

গত মাসেই অনূর্ধ্ব-১৮ তে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মাত্র ২০.৮৭ সেকেন্ডে ২০০ মিটার শেষ করেন। এই বয়সে যা উসেইন বোল্টের থেকে ০.৩০ সেকেন্ড কম। মাত্র ১৫ বছর বয়সে এই নজির গড়েন। এবার প্যারিস অলিম্পিকে নতুন রেকর্ড করেন নোয়া লাইলস। মাত্র ৯.৭৯ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেন। আধুনিক অলিম্পিকের ইতিহাসে যা রেকর্ড। হিট এবং সেমিফাইনালে নজর কাড়তে পারেননি মার্কিন স্প্রিন্টার। কিন্তু ফাইনালে বাজিমাত করেন। এবার স্প্রিন্টারদের জগতে নতুন তারা গাউট গাউট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিঃসন্দেহে তাঁর দিকে নজর থাকবে।