আজকাল ওয়েবডেস্ক: বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড় চলছে। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আইপিএলে সাড়া জাগানো এই ক্রিকেটার।
এবার ২০ বলে পঞ্চাশ করেন সূর্যবংশী। ৯ ছক্কায় গড়েন নতুন রেকর্ড। ভারতের হয়ে ওপেন কতে নেমে ৭৮ বলে ১৪৩ রান করেন বৈভব। সূর্যবংশী একই সঙ্গে ভাঙেন যুব ওয়ানডের তিন-তিনটি রেকর্ড।
যুব ওয়ানডেতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হন বৈভব। তিনি ভেঙে দেন সরফরাজ খানের এক দশকের পুরোনো রেকর্ড।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সরফরাজ। বৈভব সেঞ্চুরি করেন ১৪ বছর ১০০ দিন বয়সে।
বৈভব সেঞ্চুরি করেন ৫২ বলে। ভেঙে ফেলেন যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের কামরান গুলামের দখলে। ২০১৩ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিরুদ্ধে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গুলাম।
এর আগেও ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে একটি রেকর্ড গড়েছিলেন বৈভব। সেই ম্যাচে ২০ বলে পঞ্চাশ করেছিলেন বৈভব। ৩১ বলে ৮৬ রানের ইনিংসে হাঁকান ৯টি ছক্কা। সেটিও ছিল রেকর্ড। যুব ওয়ানডেতে এক ম্যাচে ভারতের কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা ছিল সেটাই।
