আজকাল ওয়েবডেস্ক:‌ মাত্র ১৩ বছরেই কোটিপতি হয়ে গেল বৈভব সূর্যবংশী। বিহারের ক্রিকেটার। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ। নিলামে তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস। 


মেগা নিলামে বৈভবকে নিয়ে লড়াই চলছিল দিল্লি ও রাজস্থানের। শেষমেশ বাজিমাত করল রয়্যালস। 


২০১১ সালে জন্ম বৈভবের। মাত্র ৪ বছর বয়স থেকেই ক্রিকেট প্রেম। আর তা দেখে বৈভবের বাবা বাড়ির পেছনে খেলার জায়গা করে দিয়েছিলেন বৈভবকে। মাত্র ৯ বছর বয়সে সমস্তিপুরের এক ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয় বৈভব। মাত্র আড়াই বছর সেখানে ক্রিকেট শিখেই অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ট্রায়ালে যোগ দিয়েছিল বৈভব। মাত্র ১২ বছর বয়সেই বিহারের হয়ে বিনু মানকড় ট্রফি খেলে ফেলে বৈভব। মাত্র ৫ ম্যাচে করেছিল প্রায় ৪০০ রান। 


ইতিমধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছে বৈভব। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে শতরানও করেছে সে। এমনকী অনূর্ধ্ব ১৯ এ দলের হয়ে বাংলাদেশ, ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলেছে বৈভব। এরপরই তাঁকে ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়। 


মুম্বইয়ের বিরুদ্ধে ২০২৩–২৪ মরশুমে রনজি এলিট গ্রুপ বি বিভাগে বিহারের হয়ে অভিষেক হয় বৈভবের। মাত্র ১২ বছর ২৮৪ দিন–সর্বকনিষ্ঠ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার নজির গড়ে বৈভব। আর গত সেপ্টেম্বরে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইউথ টেস্টে শতরান করে সকলের নজর কাড়ে সে। 


সেই তরুণকেই দলে নিয়ে নিল রাজস্থান।মাত্র ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা নিলামে দাম উঠল বাঁহাতি ব্যাটারের।