আজকাল ওয়েবডেস্ক: জাম্বিয়ায় তামার খনিতে ভূমি ধস। যার জেরে মাটির নিচে অন্তত ৩০ জন শ্রমিক আটকে পড়েছেন। শুক্রবার চিনগোলার খনিতে এই দুর্ঘটনা ঘটে। জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু এই তথ্য জানান। তিনি বলেন, ‘চিনগোলায় একটি খনিতে ভূমি ধসের জেরে ৩০ জনের বেশি শ্রমিক আটকে পড়েছেন।’ প্রসঙ্গত, বিশ্বের যতগুলো দেশ তামা উৎপাদন করে, তার মধ্যে অন্যতম হলো জাম্বিয়া। চিনগোলা জাম্বিয়ার কপার বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত।
