আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল জীবনযাপনের টানে বিধায়কের থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল এক ১৯ বছর বয়সী যুবকের বিরুদ্ধে। টাকা আদায় করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়ককে ফোন করেছিলেন অভিযুক্ত প্রিয়াংশু পন্থ। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর আরও Sk সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিলাসবহুল জীবনযাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান অভিযুক্ত প্রিয়াংশু হরিদ্বারের রানিপুরের বিজেপি বিধায়ক আদেশ চৌহানকে ফোন করেছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে ৫ লক্ষ টাকা চেয়েছিলেন। রবিবার বিকেলে বিধায়ককে ফোন করে প্রিয়াংশু পার্টির তহবিলে চাঁদা দেওয়ার নামে টাকা চেয়েছিলেন। আদেশকে হুমকি দেওয়া হয়, টাকা দিতে অস্বীকার করলে সমাজমাধ্যমে ওনার নামে কুৎসা রটিয়ে দেওয়া হবে। এর পরেই পুলিশে অভিযোগ জানান আদেশ।
পুলিশ আরও জানিয়েছে, অভিযোগ পেয়ে টাওয়ার লোকেশন এবং কল রেকর্ড পরীক্ষা করে সোমবার বিকেলে দিল্লি থেকে প্রিয়াংশুকের গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে এই কাজে সহযোগীতা করেছিলেন আরও দুই জন। প্রিয়াংশুর এক সঙ্গী উভেশ আহমেদকে উত্তরাখণ্ডের রুদ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গৌরব নাথ নামে অপর সঙ্গীর খোঁজ চলছে।
উল্লেখযোগ্যভাবে, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনীতিবিদদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ এই প্রথম নয়। এর আগে তাঁরা নৈনিতালের বিধায়ক সরিতা আর্য এবং রুদ্রপুরের বিধায় শিব অরোরাকে মন্ত্রী করার লোভ দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন বলে অভিয়োগ। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে নৈনিতাল এবং রুদ্রপুরে মামলাও রয়েছে।
