‌আজকাল ওয়েবডেস্ক:‌ স্ত্রী’‌র সঙ্গে বিবাহ বিচ্ছেদ। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বুকে গুলি চালিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুর কলোনী এলাকায়। মৃত ব্যক্তির নাম দীপায়ন হালদার (৪৬)। মৃত ব্যক্তির দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি। 
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ন’‌বছর আগে দীপায়ন হালদারের বিয়ে হয়েছিল। যদিও দীপায়নের সঙ্গে অশান্তির পর তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ। মাসখানেক আগে দীপায়নের সঙ্গে তাঁর স্ত্রী’‌র আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। 
দীপায়নের ভাই রাকেশ হালদার জানিয়েছেন, ‘‌স্ত্রী’‌র ছেড়ে যাওয়া এবং বিবাহ বিচ্ছেদের পর থেকে দাদা মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না। বুধবার সকালে দাদা ঘরের দরজা না খোলায় বহুবার ডাকাডাকি করি। কিন্তু সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই দাদা নিজের বুকে গুলি করে আত্মঘাতী হয়েছে।’‌ বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত ব্যক্তি স্থায়ী কোনও কাজ করতেন না। পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে বলরামপুর কলোনী এলাকায় থাকতেন। সম্প্রতি কোনও জায়গা থেকে ওই ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্রটি জোগাড় করেন। মঙ্গলবার 
রাতে সকলের সঙ্গে খাওয়াদাওয়ার পর নিজের ঘরে চলে যান। মৃতের পরিবারের দাবি, তারা কেউ গুলির শব্দ শুনতে পাননি। এদিকে দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে।