আজকাল ওয়েবডেস্ক:‌ মা–বাবা মাত্রেই চান সন্তানের জীবন সুরক্ষিত করতে। আর সেদিকে নজর রেখেই কেন্দ্র নিয়ে এসেছে এনপিএস বাৎসল্য স্কিম। এটি একটি পেনশন প্রকল্প। ২০২৪ সালের বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিশোর–কিশোরীদের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে। ইতিমধ্যেই দেশের একাধিক অংশে এই প্রকল্প চালু হয়ে গেছে। 


বুধবার এই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই স্কিমে সাধারণ এনপিএস অ্যাকাউন্টের মতোই টাকা রাখা যাবে। অনলাইন বা ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে নাম নথিভুক্ত করা যাবে।


এনপিএস বাৎসল্য স্কিম হল ন্যাশনাল পেনশন সিস্টেম, যা নাবালকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই স্কিমে টাকা জমা রাখতে পারবেন। সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অভিভাবকরা টাকা জমা রাখতে পারেন। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, এটি সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।


এনপিএস বাৎসল্য স্কিমে ন্যূনতম টাকা জমা রাখার অঙ্ক হল মাসে ১ হাজার টাকা। তবে বছরে একেবারে আপনি ১০ হাজার টাকাও জমা করতে পারেন। এনপিএস বাৎসল্য স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য সন্তানের বয়স ১৮ বছরের কম হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া এনআরআই ও অনাবাসী ভারতীয়রাও এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে পারেন।


এনপিএসের মতোই বাৎসল্য স্কিমেও একইভাবে বিনিয়োগ করা যায়। তাছাড়া স্টক ইকুইটিতে বিনিয়োগ করা যায়। তবে এতে যেমন রিটার্ন বেশি পাওয়া যায়, তেমন ঝুঁকিও অনেক। এছাড়া কর্পোরেট বন্ডেও বিনিয়োগ করা যায়, যেখানে অল্প থেকে মাঝারি ঝুঁকি থাকে। সরকারি বন্ড বাছাই করলে, এতে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়। এতে ঝুঁকির সম্ভাবনা কম। সুযোগমতো বিনিয়োগ করতে পারলে অবসরের সময় সর্বোচ্চ ১০ কোটি টাকা পেতে পারে আপনার সন্তান।