আজকাল ওয়েবডেস্ক: জগদ্ধাত্রী পুজোর ভাসানে যাওয়ার সময় মর্মান্তিক পরিণতি মহিলার। মোটরচালিত ভ্যানে চুল জড়িয়ে খুলি উপড়ে মর্মান্তিক মৃত্যু হল উজ্জ্বলা সাঁতরা (৩০) নামে এক গৃহবধূর।
মঙ্গলবার রাতে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে চণ্ডীতলার কলাছড়া এলাকায় জগদ্ধাত্রী প্রতিমার ভাসানে যাচ্ছিলেন ওই মহিলা। স্বামী ঝন্টু সাঁতরার মোটরচালিত ভ্যানে বসেছিলেন উজ্জ্বলা ও তাঁর ছেলে। ভ্যানটি চালাচ্ছিলেন তাঁর স্বামী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চণ্ডীতলার ধর্মতলা থেকে পালপাড়ার দিকে শোভাযাত্রা যখন এগোচ্ছিল, তখনই দুর্ঘটনাটি হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, খোলা চুলে ভ্যানে বসেছিলেন ওই মহিলা। ভ্যানে একটি জেনারেটর ছিল। জেনারেটরের মোটরে মহিলার চুল আচমকাই আটকে যায়। ভ্যান থেকে ধপ করে রাস্তায় পড়ে যান ওই মহিলা। মাথার খুলি উপড়ে যায় মহিলার।
পুলিশ সূত্রে খবর, উজ্জ্বলার সঙ্গে ওই ভ্যানে ছিল তাঁর দু’ বছরের ছেলে। বছর আটেকের মেয়ে বাবার সঙ্গে রাস্তায় হাঁটছিল। ঘটনার আকস্মিতকায় উজ্জ্বলার স্বামী ঝন্টু স্তম্ভিত হয়ে যান। তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। বুধবার দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
