মিল্টন সেন, হুগলি:‌ সাত সকালে সান পুকুর থেকে ভেসে উঠল এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুরে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শ্রীরামপুর থানার পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিক পাড়া এলাকায়। হঠাৎ স্থানীয়দের নজরে আসে স্থানীয় পুকুরে এক মহিলার দেহ ভাসছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পেয়ারাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের  উদ্যোগে পুকুর থেকে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।

 

উদ্ধার হওয়া মহিলার পরনে ছিল শাড়ি। স্থানীয়রা জানিয়েছেন ওই মহিলা এলাকার নন। স্থানীয় বাসিন্দা গৌতম দাস বলেন, তিনি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন মহিলার মৃতদেহ ভাসছে মালিক পাড়া সান পুকুরে। শ্রীরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার বয়স আনুমানিক ৫০–৫৫ বছর। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পুলিশের উদ্যোগে মৃত্যুর সঠিক কারণ এবং মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।
 
ছবি:‌ পার্থ রাহা