স্বতন্ত্র এবং কমলিনীর সম্পর্ক, তাঁদের রসায়ন প্রথম থেকেই মুগ্ধ করেছে দর্শকদের। বলা ভাল, চেনা গল্পের বাইরে বেরিয়ে, অন্য রকম এই প্রেমের গল্প দর্শকদের মন কেড়েছিল। এতদিন টানাপোড়েনের পর অবশেষে এক হয়েছে বৌঠান এবং নতুন ঠাকুরপো। সাংসারিক জটিলতা কাটিয়ে ‘চিরসখা’ কমলিনীর সিঁথি রাঙিয়েছে স্বতন্ত্র। কিন্তু তাতেও কি তাদের জীবনে সুখ আসবে? স্টার জলসার এই ধারাবাহিকের নতুন প্রোমো অন্তত সেটা বলছে না!
‘চিরসখা’র নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ফুলশয্যার রাতে নিবিড় আলোচনায় ব্যস্ত স্বতন্ত্র এবং কমলিনী। স্ত্রীর জন্য তার পছন্দের হলুদ গোলাপ নিয়ে এসেছে স্বতন্ত্র। দু’জনের পরনে ফুলশয্যার সাজ। কমলিনীর হাতে সেই ফুলের গোছা ধরিয়ে দিয়ে বলেন, 'তোমার পছন্দের হলুদ গোলাপ, তোমার জন্য।' উপহার গ্রহণ করে কমলিনী জানতে চায় কেন স্বতন্ত্র তাকে আগে কিছু বলেনি? জবাবে নায়ক জিজ্ঞেস করেন, 'রাগ হয়েছে? বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে?' বৌঠান থুড়ি নতুন স্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তাকে জবাব দেয়, 'যা জিজ্ঞেস করছি, সেটা বলো।'
তাদের এই মান-অভিমান, নতুন শুরুর মিষ্টি আবহে আচমকাই ছন্দপতন ঘটে! কমলিনীর বাড়ি থেকে ফোন আসে। তার বড় বউমা ফোন করে। বিদ্রুপের স্বরে স্বতন্ত্রকে জিজ্ঞেস করে, 'কী করছেন? নতুন বউয়ের সঙ্গে ফুলশয্যা পালন করছেন নিশ্চয়?' এরপরই তাকে ইঙ্গিত দিয়ে বলতে শোনা যায়, 'আপনার স্ত্রীকে বলে দিন, তার ফুলশয্যায় তার জীবনে সবথেকে বড় সমস্যা যে ছিল সে আর নেই। সব সমস্যা ঘুচে গেছে।' তবে কি কমলিনী তার এই বিশেষ রাতেই বড় সন্তানকে হারাল? প্রোমো অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। যদিও বাস্তবে কী ঘটেছে, কী করেছে সে সেটা আগামী পর্বগুলোতেই জানা যাবে। তবে কমলিনী এবং স্বতন্ত্রর জীবনের এই নতুন শুরুতেই যে বাধা বিপত্তি আসবে এবং তার হাত ধরে ধারাবাহিকে আবারও একটি নাটকীয় মোড় দেখা যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত ‘চিরসখা’ ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রাত ৯টা থেকে রোজ সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় অর্থাৎ, ‘কমলিনী’র চরিত্রে দেখা যাচ্ছে অপরাজিতা ঘোষ দাসকে। এবং ‘স্বতন্ত্র’র ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়। টিআরপি তালিকায় ওঠাপড়ার মধ্যে থাকলেও সেরা ১০ এ জায়গা ধরে রেখেছে লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক। গত সপ্তাহে ষষ্ঠ স্থানে ছিল ‘নতুন ঠাকুরপো’ এবং ‘বৌঠান’ -এর এই গল্প। আগামীতে গল্পের মোড় কোন দিকে ঘোরে তার দিকেই নজর দর্শকদের।
