সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ বরাবরের মতোই উত্থান-পতন, চমক এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য আলোচনায়। প্রতিযোগীদের সম্পর্ক, হঠাৎ উচ্ছেদ— সব মিলিয়ে এই সিজনে দর্শকরা পেয়েছেন নানান রোমাঞ্চ। সম্প্রতি কমেডিয়ান প্রণীত মোরের হঠাৎ বিদায় দর্শকদের অবাক করে দিয়েছে। তবে তিনি পুনরায় ফিরে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল ছিল, কেন প্রণীতকে হঠাৎ বাড়ি ছাড়তে হল। জানা গিয়েছে, তিনি ক্যাপ্টেন হওয়ার কয়েক দিনের মধ্যেই চিকিৎসাজনিত সমস্যার কারণে ‘বিগ বস’-এর বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। এর ফলে তাঁর ক্যাপ্টেনশিপও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। এরপর একটি নতুন ক্যাপ্টেনসি টাস্ক অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে মনোনিত হয় নতুন নেতা।
ক্যাপ্টেনসি টাস্কটি ছিল একধরনের মিউজিক্যাল চেয়ার গেম, তবে একটু ভিন্নভাবে সাজানো। প্রতিযোগীদের বর্গাকার ব্লকের উপর হাঁটতে হবে। মিউজিক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি দু’জন একই ব্লকে এসে দাঁড়াতেন, তাহলে তাঁরা সেই রাউন্ড থেকে বাদ পড়বেন। টাস্কটি মোট পাঁচ রাউন্ডে সম্পন্ন হয়।
প্রথম রাউন্ডে, শাহবাজ এবং তানিয়া মিত্তল বাদ পড়েন। এরপর বিগ বস শেহনাজ গিলের ভাইকে টাস্ক মডারেটর হিসাবে নিয়োগ করে। দ্বিতীয় রাউন্ডে, ফারহানা ও মৃদুল একই ব্লকে পড়ে বাদ যান। তৃতীয় রাউন্ডে, অভিনেতা অভিষেক বাজাজ ও নীলম বাদ পড়েন।লচতুর্থ রাউন্ডে, গৌরব খন্না ও মালতি বিদায় নেন। শেষ ও পঞ্চম রাউন্ডে, কুনিকা সাদানন্দ ও আশনূর কৌর হারিয়ে ফেলেন ক্যাপ্টেন হওয়ার সুযোগ।
অবশেষে আমাল মালিক টাস্কে জয়ী হয়ে বাড়ির নতুন ক্যাপ্টেন হন। তিনিই এই সিজনে একমাত্র প্রতিযোগী, যিনি দু’বার ইমিউনিটি অর্জন করেছেন। টাস্ক চলাকালীন গৌরব আশা করেছিলেন যে. এবার ভাগ্য তাঁর পক্ষে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আবারও হতাশ হন।
এই সপ্তাহে ফারহানা ভাট, গৌরব খান্না, নীলম গিরি, অভিষেক বাজাজ এবং আশনূর কৌর এলিমিনেশনের জন্য মনোনীত হয়েছেন। গত সপ্তাহে প্রণীত মোরর চিকিৎসাজনিত প্রস্থানের কারণে কোনও এলিমিনেশন হয়নি। তাই গুঞ্জন চলছে, এই সপ্তাহে ডাবল এলিমিনেশন হতে পারে — যদিও এখনও কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
প্রণীতের হঠাৎ প্রস্থান যেমন দর্শকদের বিস্মিত করেছে, তেমনই অমাল মালিকের নতুন ক্যাপ্টেন হওয়া শো-তে এনে দিয়েছে নতুন উত্তেজনা। সামনে রয়েছে এলিমিনেশনের পর্ব, যেখানে এক বা একাধিক প্রতিযোগীকে বাড়ি ছাড়তে হতে পারে। সব মিলিয়ে সলমন খানের এই জনপ্রিয় শো তার চমক, নাটকীয়তা এবং অনিশ্চয়তার মধ্য দিয়েই দর্শকদের পর্দায় বেঁধে রাখতে সক্ষম।
