আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে প্রতারণার আজকাল 'স্বাভাবিক' ঘটনায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের আবির্ভাবের ফলে দু’টি মানুষের মধ্যে গোপনে যোগাযোগ স্থাপন করা আরও সহজ হয়ে উঠেছে। একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে ডেটিং করা অনেকের কাছে মজার হতে পারে। তবে, আসল রোমাঞ্চ শুরু হয় যখন মিথ্যেগুলি ক্রমশ উন্মোচিত হতে শুরু করে। সম্প্রতি এমনই একটি দৃশ্য একটি রেস্তোরাঁয় দেখা গেছে যেখানে একটি অল্পবয়সী মেয়ে একসঙ্গে ছয়জন পুরুষের মুখোমুখি হয়েছিল।
কিন্তু চমকটা এখানেই। অভিযোগ, ওই তরুণী একই সময় ছয় জনের সঙ্গেই ডেটিং করছিল। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তরুণীটি একটি রেস্তোরাঁর ভিতরে একজন পুরুষের সঙ্গে বসে আছেন। ওই ব্যক্তি তরুণীর চোখ ঢেকে রেখেছেন।
কিছুক্ষণ পরে, তরুণীর প্রেমিকরা একে একে ঘরে প্রবেশ করেন। এর পরেই তাঁকে হতবাক এবং বিব্রত বোধ করতে দেখা যায়। কী কথা হচ্ছে তা স্পষ্ট শোনা না গেলেও, সকলেই তরুণীকে তাঁর কৃতকর্ম নিয়ে প্রশ্ন করছেন। সেই সব শুনে কান্নায় ভেঙে পড়তে এবং ক্ষিপ্ত হতে দেখা গিয়েছে তরুণীকে। এক পর্যায়ে, হতাশার বশে মহিলা টেবিলে চাপড় মারেন। জানা গিয়েছে, ঘটনাটি বাংলাদেশের ঢাকার।
