আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি দূরপাল্লার বিমানে ভ্রমণ করেন তবে খেয়াল করেছেন যে কীভাবে একটি বিমান বাঁকা রুট মেনে চলে। কখনও কি মনে প্রশ্ন জেগে ওঠেনি, যে কেন বিমান বাঁকা রুটেই চলে। সমান্তরাল রুটে চলে না কেন? এর নেপথ্যে রয়েছে কিছুটা ভূগোল, পদার্থবিদ্যা এবং গতিবদ্যার ধারণা।
আমাদের পৃথিবী গোলাকার নয় ডিম্বাকৃত। এর ফলে আকাশপথে একটি স্থান থেকে অপর স্থানে যাওয়ার পথ কখনই সমান্তরাল হয় না। বিশ্বের সব বিমান যে রুটটি মেনে চলে সেটি হল 'গ্রেট সার্কেল রুট'। এই রুট দিয়ে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে বিমান এক স্থান থেকে অপর স্থানে ভ্রমণ করতে পারে। উদাহরণ হিসাবে, যদি কোনও বিমান উত্তর আমেরিকা থেকে ইউরোপের দিকে যাত্রা শুরু করে তবে বিমানটি 'গ্রেট সার্কেল রুট'অনুযায়ী গ্রিনল্যান্ড এবং উত্তর আটলান্টিকের উপর দিয়ে যাবে। সোজা রুট মেনে চলতে হলে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে হত। এই বাঁকা পথ মানচিত্রে বড় মনে হলেও এটিই সবচেয়ে সাশ্রয়ী পথ।
বিমান সংস্থাগুলির মোট ব্যয়ের একটা বড় অংশ বরাদ্দ করা থাকে জ্বালানির জন্য। 'গ্রেট সার্কেল রুট' মেনে বিমান চলাচলে জ্বালানির খরচ কম হয়। সাশ্রয় হয় সংস্থাগুলির।
এছাড়াও নানা প্রাকৃতিক কারণে বাঁকা রুটে চলতে হয় বিমানগুলিকে। যেমন হাওয়ার গতি, ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক সমস্যার প্রতিদিন সম্মুখীন হতে হয় প্রতিটি বিমানকে। এর পাশাপাশি নো ফ্লাই জোন, সামরিক নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ, ভূরাজনৈতিক বিবাদের মতো নানা কারণে বাঁকা পথে চলতে হয় বিমানগুলিকে।
