আজকাল ওয়েবডেস্ক: জেনেসিস জাসমিন মোহনরাজ একজন কানাডিয়ান র্যাপার এবং মডেল যিনি টমি জেনেসিস নামেই পরিচিত। তাঁকে প্রায়শই ‘ইন্টারনেটের সবচেয়ে বিদ্রোহী আন্ডারগ্রাউন্ড র্যাপ কুইন’ বলা হয়। তাঁর সঙ্গীতে একটি পরীক্ষামূলক শৈলী রয়েছে এবং তাঁর গানে যৌনগন্ধী শব্দ থাকে। ২০১৮ সালে প্রথম অ্যালবাম টমি জেনেসিস প্রকাশিত হওয়ার পরেই সেই নামটিকেই গ্রহণ করেন তিনি।
নতুন মিউজিক ভিডিও ‘ট্রু ব্লু’ এর জন্য তাঁকে বিতর্কের মুখে পড়তে হচ্ছে। একজন হিন্দু দেবী মা কালির সাজে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। ভিডিওটিতে তাঁর শরীর সম্পূর্ণ নীল রঙ করা হয়েছে। সারা শরীরে সোনার গয়না এবং কপালে একটি টিপ। এছাড়াও, তাঁকে খ্রিস্টানদের পবিত্র প্রতীক, ক্রুশ নিয়ে আপত্তিকর অঙ্গিভঙ্গি করতে দেখা গিয়েছে। হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জাসমিনের বিরুদ্ধে।
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tommy Genesis (@tommygenesis)
 
 
এরপরেই তাঁকে কটাক্ষ করতে শুরু করেছেন সকলে। একজন লিখেছেন, “তুমি তো ভারতীয় নও, তাহলে ভারতীয় সংস্কৃতির প্রতি এত আসক্তি কেন।“ অন্য একজন লিখেছেন, “হিন্দুধর্মের অন্যতম পবিত্র দেবী মা কালীর মতো পোশাক পরে তাঁর ছবি অশ্লীল ও যৌনতাপূর্ণভাবে ব্যবহার করা সাহসী নয়- নিন্দনীয়।“ 
কানাডার ভ্যাঙ্কুভারে জন্মগ্রহণকারী জাসমিন মালয়ালি, তামিল এবং সুইডিশ বংশোদ্ভূত। তিনি এমিলি কার ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইন থেকে চলচ্চিত্র এবং ভাস্কর্য বিষয়ে পড়াশোনা করেছেন। টমি জেনেসিসের পর, তাঁর দ্বিতীয় অ্যালবাম গোল্ডিলক্স এক্স ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। ট্র্যাপ, ইন্ডাস্ট্রিয়াল বিট এবং হাইপার-সেক্সুয়ালাইজড লিরিক্সের মিশ্রণ তাঁকে 'ফেটিশ র্যাপার' হিসেবে আখ্যা দিয়েছে বলে জানা গিয়েছে।