আজকাল ওয়েবডেস্ক: বছরের পর বছর ধরে বিহারকে আইএএস অফিসার এবং ইউপিএসসি টপার তৈরির ক্ষেত্রে অন্যতম সেরা রাজ্য হিসেবে বিবেচনা করা হত। রাজ্যটির খ্যাতি বিহারের প্রার্থীদের অসংখ্য অনুপ্রেরণামূলক গল্পের উপর ভিত্তি করে তৈরি। তাঁরা ভারতের অন্যতম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। দৃঢ় সংকল্প এবং সাফল্যের এই গল্পগুলি দেশব্যাপী উদযাপিত হয়েছে। এই সাফল্যের গল্পগুলি জনসাধারণের কল্পনায় বিহারকে আরও উচ্চাসনে বসিয়েছে।
তবে, একাধিক UPSC প্রস্তুতি প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত সাম্প্রতিক তথ্য অন্য কথা বলছে। বর্তমানে UPSC-তে সর্বোচ্চ সংখ্যক টপার তৈরিতে শীর্ষস্থান আর বিহারের নেই। সেই জায়গা নিয়েছে তার বড় প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ। দেশের শেষ পাঁচজন ইউপিএসসি টপারের মধ্যে চার জনই উত্তরপ্রদেশের।
আরও পড়ুন: দেশের উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ, বসে বসে উত্তরসূরির শপথ গ্রহণ দেখলেন ধনখড়, ভিডিওতে ধরা পড়ল সবটা
উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি UPSC টপার তৈরি করছে
উত্তরপ্রদেশের সাম্প্রতিক ইউপিএসসি টপারদের এক নজরে দেখে নিন। ২০২১ সালে শ্রুতি শর্মা, ২০২২ সালে ঈশিতা কিশোর, ২০২৩ সালে আদিত্য শ্রীবাস্তব এবং ২০২৪ সালে শক্তি দুবে।
এই সাফল্য কাকতালীয় নয়। উত্তরপ্রদেশের বিশাল জনসংখ্যা সিভিল সার্ভিসের জন্য বিশাল প্রতিভাবানদের ভাণ্ডার তৈরি করেছে। রাজ্যটির একটি দীর্ঘস্থায়ী সংস্কৃতি রয়েছে। সেই রাজ্যের মানুষ সরকারি চাকরিকে অত্যন্ত মূল্য দেন। যা তরুণ প্রজন্মকে আইএএস পরীক্ষার জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করে।

প্রয়াগরাজ এবং লখনউয়ের মতো শহরগুলি প্রধান কোচিং হাব হিসাবে গড়ে উঠেছে। শহরগুলিতে প্রতি বছর হাজার হাজার প্রার্থী প্রস্তুতি নেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তরপ্রদেশের দিল্লির কাছাকাছি অবস্থান। এটি প্রার্থীদের শীর্ষস্থানীয় কোচিং সেন্টার, পড়ার উপকরণ, লাইব্রেরি এবং বিশেষজ্ঞদের উপদেশ পেতে সাহায্য করে। যার ফলে প্রতিযোগিতামূলক UPSC পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: রাতের অন্ধকারে হোটেলে আগুন বিক্ষোভকারীদের, পশুপতিনাথ দর্শনে গিয়ে বেঘোরে প্রাণ গেল গাজিয়াবাদের মহিলার
বিহারের সাফল্যের মিথ কেন এখনও সবার মুখে মুখে
আইএএস পরীক্ষায় বিহারের আধিপত্য সম্পর্কে প্রচলিত বিশ্বাস ইতিহাসের উপর ভিত্তি করে। দারিদ্র্য এবং টাকার অভাব কাটিয়ে ওঠার বিহারের প্রার্থীদের অনেক উল্লেখযোগ্য গল্প মানুষের মনে দৃঢ় ছাপ ফেলেছে। এই গল্পগুলি অনুপ্রেরণামূলক এবং শ্রদ্ধামূলক।
তবে, সাম্প্রতিক প্রবণতা দেখা যাচ্ছে যে দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। বিহার আইএএস অফিসার তৈরি করছে ঠিকই, কিন্তু উত্তরপ্রদেশ এখন সংখ্যায় এগিয়ে রয়েছে। এই পরিবর্তনটি তুলে ধরে যে ইউপিএসসি সাফল্য ভারত জুড়ে আরও সমানভাবে ছড়িয়ে পড়ছে।
আজ, অনেক রাজ্যের প্রার্থীরা UPSC পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন এবং শীর্ষস্থান দখলও করছেন। এটিই প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, সঠিক সাহায্য এবং দৃঢ় সংকল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রার্থী কোন রাজ্য থেকে উঠে এসেছেন তার চেয়েও।
