আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রতন টাটা। বুধবার তিনি মারা যান। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
কিন্তু জানেন টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে রতন টাটা কত টাকা বেতন পেতেন? এমনিতেই গোটা বিশ্বের অন্তত ১০০ দেশে টাটাদের ৩০টির বেশি সংস্থা রয়েছে। ১৯৯১ থেকে ২০১২ অবধি তিনি টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। আবার অন্তর্বর্তী চেয়ারম্যান ছিলেন ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন সূত্রের দাবি, রতন টাটার বার্ষিক বেতন ছিল আড়াই কোটি টাকা। অর্থাৎ মাসে তাঁর বেতন ছিল ২০.৮৩ লাখ টাকা। এই হিসেবে তাঁর দৈনিক রোজগার ছিল ৭০ হাজার টাকা। আর ঘণ্টার হিসেবে ২৯০০ টাকা। আর প্রতি মিনিটে ৪৮–৪৯ টাকা।
যদিও তাঁর মতো শিল্পপতির ক্ষেত্রে এই রোজগার কিছুই নয়। এর চেয়েও অনেক বেশি টাকা রোজগার করেন মুকেশ আম্বানি বা গৌতম আদানিরা।
যেমন মুকেশ আম্বানি প্রতি মিনিটে রোজগার করেন ৩.০৯ লক্ষ টাকা। প্রতি সেকেন্ডে রোজগার করেন ৫১,২৫০ টাকা। তবে রতন টাটা তাঁর রোজগারের একটা বড় অংশ দান করবেন বিভিন্ন খাতে। এটাই তাঁকে সবার থেকে আলাদা করেছে। মারা যাওয়ার সময় তাঁর মোট সম্পত্তির মূল্য ছিল ৩৮০০ কোটি টাকা।
