আজকাল ওয়েবডেস্ক: এ বার সরকারি বাসেও চালু হতে চলেছে ক্যাশলেস সিস্টেম। অ্যাপের মাধ্যমে টিকিট কেটেই বাসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শুক্রবার এই ঘোষণা করেছে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। যাত্রীসাথি অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এ দিন এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "যাত্রীসাথী অ্যাপের সাহায্যে এবার সরাসরি সরকারি বাসের টিকিট কাটার ক্যাশলেস সিস্টেম চালু করছে রাজ্যের পরিবহণ দফতর। প্রাথমিকভাবে বারোটি সরকারি বাস রুটে এই পরিষেবা চালু হবে। পরে ধাপে ধাপে গোটা শহর জুড়েই এই ব্যবস্থা কার্যকরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামিদিনে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন সরকারি বাস রুটে গুলিতে এই ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু হবে।"
স্নেহাশিষ আরও জানান, ইতিমধ্যেই এই অ্যাপের সাহায্যে প্রায় ৭০ হাজার চালক রাজ্যের ২৭ লক্ষ মানুষকে পরিষেবা দিচ্ছে। যাত্রীসাথি অ্যাপের সাহায্যে আগে শুধুমাত্র ট্যাক্সি বুক করার সুবিধা পেতেন যাত্রীরা। এ বার বাসের টিকিটও কাটা যাবে। এ ছাড়া পরবর্তী সময়ে কিউআর কোডের সাহায্যেও টিকিট কাটতে পারবেন শহরের যাত্রীরা।
