আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সব জায়গায় নেই। কলকাতাতেও আপাতত নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই আপাতত চলবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 
আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ। মাঝেমধ্যেই হবে বৃষ্টি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
এদিকে, সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবারও মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ‌‌এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোটা সপ্তাহ ধরেই চলবে বৃষ্টি। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।