আজকাল ওয়েবডেস্ক:‌ বিপাকে বিরাটের পানশালা। বেঙ্গালুরুর নিয়ম, রাত একটার পর খোলা রাখা যাবে না পানশালা। কিন্তু বিরাটের ‘‌ওয়ান৮ কমিউন’‌ পানশালা যা বেঙ্গালুরুর এমজি রোডে অবস্থিত, সেটি রাত দেড়টা অবধি খোলা ছিল। বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, পানশালাটি রাত দেড়টার পরেও খোলা থাকতে দেখা গিয়েছে। জোরে জোরে গান বাজানোর অভিযোগও রয়েছে পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুধু বিরাটের পানশালা নয়, চিন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন অনেক পানশালার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। বিরাটের পানশালার পাশাপাশি বাকি পানশালাগুলির বিরুদ্ধেও পুলিশ এফআইআর দায়ের করেছে।
পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


প্রসঙ্গত, বিরাটের ‘ওয়ান৮ কমিউন’ পানশালা দিল্লি, মুম্বই, পুণে এবং কলকাতাতেও রয়েছে। গত বছর ডিসেম্বরে বেঙ্গালুরুর পানশালাটি চালু হয়। ‘রত্নম কমপ্লেক্স’–এর সাত তলায় এটি রয়েছে। গত বছর বিরাটের মুম্বইয়ের পানশালাটি একাধিক বার বিতর্কে জড়িয়েছিল। এবার জড়াল বেঙ্গালুরুর পানশালাটি।