আজকাল ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত নদিয়া। এবার নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায় ফেনসিডিল বাজেয়াপ্তকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএসএফ ও রাজ্য পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ। ঘটনায় অন্তত তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, সীমানগরের কাছে কৃষ্ণনগর,করিমপুর রাজ্য সড়কে একটি গাড়ি থেকে প্যাকেট নামানোর সময় বাসিন্দাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। ঠিক সেই সময় ৩২ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে বাজেয়াপ্ত মাদকদ্রব্য নিজেদের হেফাজতে নিতে চান। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণ দেখিয়ে পুলিশ তা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হলে অতিরিক্ত পুলিশবাহিনী ও বিএসএফের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। আহত পুলিশকর্মীদের চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক বিএসএফ কর্মীকে আটক করেছে।
ঘটনার পর উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে বিএসএফ ও পুলিশের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। বিএসএফের দাবি, তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অন্যদিকে পুলিশের অভিযোগ, নিয়ম মেনে বাজেয়াপ্ত করা ফেনসিডিল জোর করে নেওয়ার চেষ্টা করে বিএসএফ।
যদিও এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানান, 'এরকম ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উর্ধ্বতন কর্তৃপক্ষ আসেন। দুই তরফে আলোচনার পর উদ্ধার হওয়া ফেনসিডিল বিএসএফ এবং পুলিশ উভয় পক্ষ মিলেই উদ্ধার করেছে এবং গোটা ঘটনা তদন্ত চলছে। তবে বিএসএফ এবং পুলিশের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা সমস্যার সমাধান হয়ে গেছে।'
