আজকাল ওয়েবডেস্ক: দর্শকরা বেজায় বিরক্ত। বৃষ্টির জন্য খেলাই শুরু হয়নি এন চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভারত–নিউজিল্যান্ড দুই দলই স্টেডিয়ামে এসে বসে আছে। এর মধ্যেই দর্শকরা একটু আনন্দ করার সুযোগ পেলেন। যখন বিরাট কোহলিকে দেখা গেল মাঠে। ছাতা মাথায় মাঠে এসেছিলেন বিরাট। তা দেখেই দর্শকরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন।
এরপরই কোহলি ঢুকে যান চিন্নাস্বামীর ইন্ডোর স্টেডিয়ামে। আরসিবির হয়ে আইপিএল খেলার সুবাদে বেঙ্গালুরু কোহলির ঘরের মাঠ হয়ে গিয়েছে। এই দলের হয়েই তিনি বরাবর আইপিএল খেলে এসেছেন। আসলে কোহিল ছাতা মাথায় এসেছিলেন মাঠের পরিস্থিতি দেখতে। ইতিমধ্যেই বৃষ্টির জন্য প্রথম সেশনের খেলা বাতিল হয়ে গিয়েছে। এখনও টসও হয়নি। তাই দর্শকরা রীতিমতো বিরক্ত। তার মধ্যে কোহলি দর্শনে কিছুটা হলেও উত্তেজনা ফিরল মাঠে।
প্রসঙ্গত, বেঙ্গালুরু টেস্টের প্রথম দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় থেকে পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ভারী নয়। কিন্তু বৃষ্টির জন্য খেলা ভেস্তে গেলে সমস্যা ভারতেরই। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ভারতকে আর তিনটি টেস্ট জিততে হবে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই বর্ডার–গাভাসকার ট্রফির আগে ভারত চলে যাবে ফাইনালে। কিন্তু বাধ সাধছে ওই বৃষ্টি।
