আজকাল ওয়েবডেস্ক: বাস চালানোর সময় বিড়ি ধরিয়েছিলেন চালক। তা দেখে আপত্তি জানান এক যাত্রী। এর পরে কী হল? ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাসটির গিয়ার পরিবর্তন করার সময় চালকটি একটি জ্বলন্ত বিড়ি ধরে বসে রয়েছেন। নিজের বাঁ দিকে তাকাতেই তিনি দেখতে পান এক যাত্রী তাঁর ভিডিও তুলছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ওই যাত্রী ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞাসা করছেন, "ধূমপান করার সময় আপনাকে ভাল দেখাচ্ছে?" ড্রাইভার তখন যাত্রীকে জিজ্ঞাসা করে যে সে ভিডিওটি কাকে দেখানোর পরিকল্পনা করছেন এবং এর ফলে তাঁর কী সুবিধা হবে।
कोटद्वार में GMOU की बस हिमगिरी एक्सप्रेस के ड्राइवर और बस यात्री के बीच बीड़ी पीने को लेकर तीखी बहस ????
— Pyara Uttarakhand प्यारा उत्तराखंड (@PyaraUKofficial)
नोट- गाड़ी खड़ी स्थिति में है
आपका क्या कहना है कौन गलत है? वीडियो बनाने वाला या ड्राइवर?#Uttarakhand pic.twitter.com/Nq0fwkm5dyTweet by @PyaraUKofficial
এর পরেই ওই যাত্রী চালককে জিজ্ঞাসা করেন, গাড়ি চালানোর সময় ধূমপানে অনুমতি রয়েছে কি না। উত্তরে চালক জানান, তিনি চালক বলে অনুমতি রয়েছে। চালক ওই যাত্রীকে আরও জানান, যদি তাঁর কোনও সমস্যা হয় তবে তিনি পিছনের সিটে বসতে পারেন বা অন্য গাড়িতে চড়তে পারেন। প্রত্যুত্তরে ওই যাত্রী বলেন, যদি আপনাকে বিড়ি খেতে হয় তো বাস থামিয়ে নেমে ধূমপান করুন। এর উত্তরে চালককে বলতে শোনা যাচ্ছে, বার বার ধূমপানের জন্য বাস থামালে গন্তব্যে পৌঁছনো সম্ভব হবে না কোনও ভাবেই।
সমাজমাধ্যম এক্স-এ ভিডিওটি এখনও পর্যন্ত বেশ কয়েক হাজার ব্যবহারকারী দেখে ফেলেছেন। ভিডিওটি উত্তরাখণ্ডের গাঢ়ওয়ালের। ভিডিওটি দেখে বিভিন্ন মত পোষণ করেছেন সকলে। বেশিরভাগই কথা বলেছেন চালকের পক্ষেই। সকলেরই বক্তব্য, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে চালকদের ক্লান্তি আসা স্বাভাবিক। সেই ক্লান্তি কাটাতেই তাঁরা ধূমপানের সাহায্য নেন। এই সামান্য বিষয়কে বড় করে দেখানোর কিছুই হয়নি।
