আজকাল ওয়েবডেস্ক: বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে মারাঠা সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর তৈরি ছবি 'ছাবা'। গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিকি কৌশল অভিনীত ইতিহাস-নির্ভর ছবিটি। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন বিকি। মোঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। সেই ছবিরই একটি বিশেষ দৃশ্য দেখে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুরে গ্রামে। ঐতিহাসিক আসিরগড় দুর্গের কাছে কোদাল, শাবল, গাঁইতি নিয়ে মাটি খুড়তে শুরু করেন গ্রামবাসীরা। সেই খননকার্যের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, টর্চ এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে বিস্তীর্ণ এলাকা জুড় খননকার্য চলছে। কিন্তু কেন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিনেমা দেখার পর বুরহানপুর গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যা আসিরগড় দুর্গের নীচে পোঁতা রয়েছে মোঘল আমলের গুপ্তধন। তা খুঁজে পেলেই কেল্লাফতে। সোনা খুঁজে পাওয়ার আশায় কাতারে কাতারে গ্রামবাসী দুর্গের সামনে ভিড় করেন। 

?ref_src=twsrc%5Etfw">March 7, 2025

যদিও অনুমোদনহীন গুপ্তধনের সন্ধান ক্ষণস্থায়ী ছিল। স্থানীয় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে এবং খননকাজ বন্ধ করে দেয়। এরপর থেকে প্রশাসন সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থানে কোনও খননের বিরুদ্ধে সতর্কতা জারি করেছেন। 

আসিরগড় দুর্গের ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। বুরহানপুরে অবস্থিত দুর্গটি দীর্ঘদিন ধরে মারাঠা এবং মোঘল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। হারিয়ে যাওয়া মোঘল সম্পদ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা গুজব চলে আসছে। কিন্তু ছাবা দেখার পর সেই গুজবের পালে হাওয়া লাগে। গুপ্তধন খুঁজতে মরিয়া হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা।