আজকাল ওয়েবডেস্ক:‌ জুনিয়রের কাছে হার স্বীকার করতে হল সিনিয়রকে। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনিই। বৈভব সূর্যবংশী। মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে ১৪ বছরের তরুণ করেছে ৩৩ বলে ৫৭ রান। ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছয়। ম্যাচটি ছয় উইকেটে জিতে নিয়েছে রাজস্থান।


৪৩ বছরের ধোনি ১৭ বলে ১৬ রান করেন। সেখানে ১৪ বছরের বৈভবের অবদান ৫৭। ব্যাট করতে নেমে উইকেটের পিছনে ধোনিকে দেখে ঘাবড়ে যায়নি বৈভব। খেলা শেষে দেখা গেল এক বিরল দৃশ্য। মাঠেই ধোনির পা ছুঁয়ে প্রণাম করল বৈভব। দিল্লির মাঠে ধোনিকে যেন ‘গুরুদক্ষিণা’ দিল ১৪ বছরের বৈভব। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাচ্ছেন, তখনই ধোনির পা ছুঁয়ে প্রণাম করে বৈভব। 


রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে বৈভব যখন প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিল, তখন দেখা যায় রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় হাততালি দিচ্ছেন। বৈভবের দুরন্ত ইনিংস ধোনিও খুব কাছ থেকেই দেখেছেন। দেখেছেন প্রতিভাও। আর বৈভবও জানত, ধোনিকে সব সময় কাছে পাওয়া যায় না। সেই কারণেই ম্যাচ শেষ হতে ধোনির পা ছুঁয়ে তাঁর আশীর্বাদ নিল বৈভব। 


ম্যাচ শেষে ধোনির মুখেও শোনা গেল বৈভবের কথা। বৈভবকে পরামর্শ দিলেন তিনি। ধোনি বলেন, ‘‌ওর বয়স কম। বড় শট খেলতে পারে। সাফল্য পেলে প্রত্যাশা বাড়বে। তবে চাপ নিলে হবে না। দলের সিনিয়র এবং কোচিং স্টাফদের কাছ থেকে ওকে আরও শিখতে হবে। ম্যাচের গতি প্রকৃতি বুঝতে হবে। যে সব তরুণ খেলোয়াড়েরা ভাল খেলছে, তাদের এটাই বলব। এখনও অনেক কিছু শেখার আছে।’‌