আজকাল ওয়েবডেস্ক: ২৬/১১-য় মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানার প্রত্যর্পণের অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেছিলেন রানা। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
২০০৮ সালের মুম্বই হামলার মামলায় পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানার যোগসূত্র খুঁজে পায় ভারত। এর পর থেকেই তাঁকে ভারতে আনার চেষ্টা চলছিল। এর আগে, ওয়াশিংটনের প্রাদেশিক আদালত, সান ফ্রান্সিসকোর আপিল আদালতে আপিল করেছিলেন রানা। কোথাও সুরাহা মেলেনি। সব শেষে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। ভারতে প্রত্যর্পণ না করার জন্য এটিই শেষ আইনি সুযোগ ছিল রানার।
২০০৮ সালের নভেম্বরের জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন ছ’জন মার্কিন নাগরিকও। ওই হামলায় ডেভিড কোলম্যান হেডলির পাশাপাশি রানার জড়িত থাকার যোগসূত্র পাওয়া যায়। দোষী প্রমাণিত হয়েছেন তিনি। বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দি রয়েছেন। প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। আইনের নানা ফাঁকফোকর কাজে লাগিয়ে বার বার প্রত্যর্পণ এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু আর হল না।
