আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে রাশিয়াকে। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, ''মার্কিন আলোচকরা ইউক্রেনের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন।'' তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ট্রাম্প বলেন, "আমরা রাশিয়ার জন্য খুব খারাপ কিছু করতে পারি। যা রাশিয়ার জন্য ধ্বংসাত্মক হবে। কিন্তু আমি তা করতে চাই না কারণ আমি শান্তি দেখতে চাই এবং আমরা হয়তো কিছু করার কাছাকাছি চলে এসেছি।" তিনি আরও বলেন, "প্রতিনিধিরা রাশিয়া যাচ্ছেন। আশা করি আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পাব এবং তা যদি হয়, তাহলে আমার মনে হয় এই ভয়াবহ রক্তক্ষয় বন্ধ করার দিকে ৮০ শতাংশ এগিয়ে যাব।"
রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ইউরোপীয় ইউনিয়ন (ইউ) তাঁর এই পদক্ষেপের প্রশংসা করে জানিয়েছে, তারাও যথাসম্ভব সাহায্য করতে প্রস্তুত।
যদিও রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে কি না তা এখনও স্পষ্ট নয়। ক্রেমলিন জানিয়েছে, তারা মঙ্গলবার জেড্ডায় ইউক্রেনের সঙ্গে আলোচনার নিয়ে আমেরিকার ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছে।
(ছবি: মেটা এআই)
