আজকাল ওয়েবডেস্ক:‌ চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রী’‌র। জোর করে তাঁর স্বামীকে ধর্মান্তরিত করে মুসলিম মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে! উত্তরপ্রদেশের এক মহিলার এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সরকারি আধিকারিক ওই ব্যক্তি গত চার মাস ধরে নিখোঁজ। সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর বিয়ের খবর জানতে পারেন স্ত্রী। ঘটনায় এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলেনি।
অভিযোগকারিণীর নাম আরতি গুপ্তা। হামিরপুর এলাকায় নায়েব তেহশিলদার ছিলেন তাঁর স্বামী আশিস কুমার গুপ্তা। গত চার মাস ধরে তিনি নিখোঁজ। গত ২৪ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় স্বামীর বিয়ের ছবি দেখতে পান আরতি। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রুকসার নামে এক মুসলিম মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন আশিস। কয়েকদিন আগে রুকসারের বাবা–সহ বেশ কয়েকজন মিলে জোর করে আশিসকে ধর্মান্তরিত করেন। তাঁর নতুন নাম দেওয়া হয় মহম্মদ ইউসুফ। তার পরেই রুকসারের সঙ্গে আশিসের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মসজিদে গিয়ে নমাজও পড়েন আশিস। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিষয়টি জানতে পারেন তাঁর স্ত্রী। রুকসারের বাবা, আশিস–সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।