আজকাল ওয়েবডেস্ক: ভোট চলাকালীন মমতা ও অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল উলুবেড়িয়ায়। আগামী ২০ মে ভোট রয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। তার আগে এই হুমকি পোস্টারে ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার সকালে আচমকা মমতা ও অভিষেকের নামে হুমকি পোস্টার উদ্ধার হয় ১৬ নম্বর জাতীয় সড়কের অন্তর্গত হাওড়ার উলুবেড়িয়ায় মনসাতলায়। এদিন সকালে স্থানীয়রা সাদার উপর সবুজ কালিতে লেখা একটি পোস্টার দেখতে পান। তাতে লেখা, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। শুনে সবাই প্রদীপ জ্বালাবে।’ ওই পোস্টারে একটি চিঠির উল্লেখ রয়েছে। লেখা হয়েছে, ‘আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।’ সঙ্গে রয়েছে একটি চিঠি। এই ঘটনার নেপথ্যে কে বা কারা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা এটা করেছে। ঘটনাস্থলে এসে পুলিশ পোস্টারটি সরিয়ে নেয়। ঘটনায় বিজেপি যোগের অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
