‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাড়ির পেছনের কলাবাগান থেকে উদ্ধার হল দু’‌বছর বয়সী এক শিশুকন্যার ঝুলন্ত মৃতদেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার বোচাডাঙ্গা গ্রামে। কেউ বা কারা শিশুটিকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে মৃত শিশুর পরিবারের সদস্যরা। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মৃত শিশুর সৎ মা–কে গ্রেপ্তার করেছে। 
স্থানীয় সূত্রে খবর, শিশুটির জন্মের পর তার মা অন্যত্র বিয়ে করে চলে যায়। শিশুটির বাবা শাহাজান শেখ দেড় বছর আগে হরিহরপাড়ায় ফের বিয়ে করেন। তারপর থেকে বাবা, সৎ মা ও ঠাকুমার সঙ্গেই থাকত আয়েশা সিদ্দিকা ওরফে সোহানা খাতুন নামে ওই শিশুকন্যা। বুধবার সন্ধেয় আয়েশার বাবা বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে নিজের বাড়ির পিছনের কলাবাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় শিশুটিকে। স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর ঠাকুমার অভিযোগ, সৎ মা–ই তাকে খুন করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শিশুটির সৎ মা ডলি বিবি। লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানা মৃত শিশুর সৎ মা–কে গ্রেপ্তার করেছে। শিশুকন্যার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ধৃত মহিলাকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হবে।