আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের ভিতরে গাড়ি হাইজ্যাক করে তাণ্ডব চালাল দুই প্যালেস্তাইনি। সোমবার ইজরায়েলের রা’আনানা শহরে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, গাড়ি হাইজ্যাকের পর ইজরায়েলিদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় দুই প্যালেস্টাইনি। হামলার ঘটনায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধা মারা যান। আহত অন্তত ১৭। তার মধ্যে সাত জন শিশু ও কিশোর। হামলাকারীদের নাম আহমেদ (২৫) ও মাহমুদ (৪৪)। পুলিশ জানিয়েছে, তারা তিনটি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়। ইজরায়েল গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এর আগে অবৈধভাবে ইজরায়েলে প্রবেশ করায় দু’জনকেই কালো তালিকাভুক্ত করা হয়েছিল।
দুই হামলাকারী আত্মীয় বলে জানা গেছে। দু’জনেই পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। দুই হামলাকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
দুই হামলাকারী আত্মীয় বলে জানা গেছে। দু’জনেই পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। দুই হামলাকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
