আজকাল ওয়েবডেস্ক: পুলিশের গুলিতে খতম দুই মাওবাদী। শনিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার অন্তর্গত কোয়ালিবেড়া থানা এলাকার একটি জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের বাহিনী। জঙ্গলে বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লডাই হয়। শনিবার সকাল থেকেই চলেছে সেই গুলির লড়াই। এরপর গুলির লড়াই থামলে জঙ্গলে তল্লাশি চালায় ওই বাহিনী। তখনই দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়। বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানান, শনিবার সকাল ৮টা নাগাদ অভিযান শুরু হয়েছিল। পুলিশের গুলিতে দুই মাওবাদী খতম হয়েছে। উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল এবং একটি ১২ বোর রাইফেল। এছাড়াও বেশ কিছু গুলি পাওয়া গিয়েছে। মৃত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা চলছে। জঙ্গলে এখনও তল্লাশি জারি রয়েছে।
