আজকাল ওয়েবডেস্ক:‌ পড়ুয়াদের মধ্যে এইডস ছড়িয়ে পড়ায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা হাইকোর্ট। আদালতের তরফে নোটিশ পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে। পাশাপাশি ন্যাশনাল এইডস কন্ট্রোল সোসাইটির কাছেও নোটিশ পাঠিয়েছে আদালত। বুধবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ একইসঙ্গে নোটিশ পাঠায় ত্রিপুরা সরকারের শিক্ষা ও স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ন্যাশনাল এইডস কন্ট্রোল কমিটির কাছে। নোটিশে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কীভাবে পড়ুয়াদের মাদক সেবন থেকে বিরত রাখা যায়। এই বিষয়ে এখনও অবধি কী পদক্ষেপ নেওয়া হয়েছে। এইডস নিয়ন্ত্রণেই বা কী পদক্ষেপ নেওয়া যায় বা হয়েছে সবটাই জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে আদালত।


সম্প্রতি ত্রিপুরা আইন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি টি অমরনাথ গৌর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংকে চিঠি লেখেন। তারপরই জরুরি ভিত্তিতে বুধবার শুনানি চলে। ত্রিপুরা সরকারের তরফে নোটিশ গ্রহণ করেন আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য। 


এটা ঘটনা, সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গেছে, ত্রিপুরায় নাকি অন্তত ৮২৮ জন স্কুল ও কলেজ পড়ুয়া এইডস আক্রান্ত। মারা গেছেন ৪৭ জন। যদিও পরে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল কমিটি জানায়, এই পরিসংখ্যানটা ২০০৭ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মে অবধি। যদিও এই সাফাইতে বরফ গলেনি। ত্রিপুরা হাইকোর্ট এবার কেন্দ্রের কাছেই জবাব চাইল।