আজকাল ওয়েবডেস্ক: ট্রেন হাইজ্যাক করে নিল স্বাধীনতাপন্থী পাক বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানের কোয়েট্টা থেকে পেশোয়ারে যাওয়ার সময় জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে নেয় বিএলএ-র সদস্যরা। ট্রেনটিতে প্রবল গুলিবর্ষণ এবং বিস্ফোরণ করে রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটির দখল নেওয়া হয়। ট্রেনটিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। ১০০ জনের বেশি যাত্রীকে পণবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন বিএলএ।

গোষ্ঠীর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''সুপরিকল্পিতভাবে পরিচালিত অভিযান। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রেললাইন উড়িয়ে দিয়ে জাফর এক্সপ্রেসকে থামতে বাধ্য করে। যোদ্ধারা ট্রেনটির দখল নিয়েছেন। সকল যাত্রীদের বন্দি করা হয়েছে।''

বিএলএ তরফ থেকে হুঁশিয়ারি জারি করে বলা হয়েছে, "যদি সেনাবাহিনী কোনও সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত বন্দিকে মেরে ফেলা হবে। এর দায় সম্পূর্ণরূপে সেনার উপর বর্তাবে।" 

বিএলএ-র তরফ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত ছয় জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। শতাধিক যাত্রীকে বন্দি করা হয়েছে। বালুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালুচ জানিয়েছেন, এই অভিযানের সম্পূর্ণ দায়িত্ব তাদের।

পাকিস্তান সেনার মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে আরও ট্রেন পাঠানো হচ্ছে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।