আজকাল ওয়েবডেস্ক: প্রতিনিয়ত ট্রেন দেরিতে চলে। রাইট টাইমে কখনই স্টেশনে আসে না ট্রেন। দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকায় বিরক্তি বাড়ছিল যাত্রীদের। বুধবার একেবারে রেল অবরোধ করে বসলেন যাত্রীরা। হাওড়া–খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় অবরোধ। রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ১২টা নাগাদ অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন।
নিত্যযাত্রীরা অভিযোগ করেছেন, দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–খড়গপুর শাখায় দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলছে। এছাড়াও যাত্রীদের অভিযোগ, টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকতেও অনেকটা দেরি করে ট্রেনগুলি। তার জেরে সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন না যাত্রীরা। এই অভিযোগ তাঁদের।
রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় লাইন মেরামতির কাজ চলছে। ফলে লোকাল ট্রেন চলাচলে কিছুটা দেরি হচ্ছে। তবে এই সমস্যা দ্রুত মিটবে বলে জানিয়েছে রেল।
